এ মনটা আমার হারায় অচিনপুরে
এলোমেলো লাগে, বলি কেমন করে?
♪
এ মনটা আমার হারায় অচিনপুরে
এলোমেলো লাগে, বলি কেমন করে?
ছুঁয়ে ছুঁয়ে এ মন তুমি যাও সারাক্ষণ
আবেগি অনুভবে তোমার বিচরণ
ছুঁয়ে ছুঁয়ে এ মন তুমি যাও সারাক্ষণ
আবেগি অনুভবে তোমার বিচরণ
♪
এত গভীর ভালোবাসায় রাখলে তুমি আমায়
খানিকটাকে বছর লাগে না দেখলে তোমায়
এত গভীর ভালোবাসায় রাখলে তুমি আমায়
খানিকটাকে বছর লাগে না দেখলে তোমায়
ছুঁয়ে ছুঁয়ে এ মন তুমি যাও সারাক্ষণ
আবেগি অনুভবে তোমার বিচরণ
ছুঁয়ে ছুঁয়ে এ মন তুমি যাও সারাক্ষণ
আবেগি অনুভবে তোমার বিচরণ
♪
ও, আমার মাঝে তুমি শুধু, তোমার ভেতর মন
শূন্যে ভেসে যাই আমি দেখলে তোমায় তখন
আমার মাঝে তুমি শুধু, তোমার ভেতর মন
শূন্যে ভেসে যাই আমি দেখলে তোমায় তখন
ছুঁয়ে ছুঁয়ে এ মন তুমি যাও সারাক্ষণ
আবেগি অনুভবে তোমার বিচরণ
ছুঁয়ে ছুঁয়ে এ মন তুমি যাও সারাক্ষণ
আবেগি অনুভবে তোমার বিচরণ
এ মনটা আমার হারায় অচিনপুরে
এলোমেলো লাগে, বলি কেমন করে?
ছুঁয়ে ছুঁয়ে এ মন তুমি যাও সারাক্ষণ
আবেগি অনুভবে তোমার বিচরণ
ছুঁয়ে ছুঁয়ে এ মন তুমি যাও সারাক্ষণ
আবেগি অনুভবে তোমার বিচরণ
Поcмотреть все песни артиста
Other albums by the artist