Kishore Kumar Hits

Eleyas Hossain - Josna Rater Sathi lyrics

Artist: Eleyas Hossain

album: Anander Gaan 3


জোছনা রাতের সাথী হবো, রেখো তুমি আমায় পাশে
আঁধার রাতে থাকবো আমি তোমারই হৃদয়ে মিশে
আলো-আঁধারে গভীর প্রেমে দু'জনে যাবো ভেসে
আলো-আঁধারে গভীর প্রেমে দু'জনে যাবো ভেসে

ফুটেছে প্রেমের ফুল, মন করে আকুল

ফুটেছে প্রেমের ফুল, মন করে আকুল
প্রিয় তুমি কাছে এলে পূর্ণিমার চাঁদ হাসে
আলো-আঁধারে গভীর প্রেমে দু'জনে যাবো ভেসে
আলো-আঁধারে গভীর প্রেমে দু'জনে যাবো ভেসে

বাঁধবো সুখেরই ঘর, রবো মোরা জনমভর

বাঁধবো সুখেরই ঘর, রবো মোরা জনমভর
প্রিয় তুমি কাছে এলে পূর্ণিমার চাঁদ হাসে
আলো-আঁধারে গভীর প্রেমে দু'জনে যাবো ভেসে
আলো-আঁধারে গভীর প্রেমে দু'জনে যাবো ভেসে
জোছনা রাতের সাথী হবো, রেখো তুমি আমায় পাশে
আঁধার রাতে থাকবো আমি তোমারই হৃদয়ে মিশে
আলো-আঁধারে গভীর প্রেমে দু'জনে যাবো ভেসে
আলো-আঁধারে গভীর প্রেমে দু'জনে যাবো ভেসে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists