মায়ানদী কেমনে যাবি বাইয়া, রঙিলা দেশের নাইয়া?
মায়ানদী কেমনে যাবি বাইয়া?
♪
নাইয়া, ও নাইয়া
ধাইয়া, ও নাইয়া
মায়ানদী কেমনে যাবি বাইয়া, রঙিলা দেশের নাইয়া?
মায়ানদী কেমনে যাবি বাইয়া?
মায়ানদী কেমনে যাবি বাইয়া, রঙিলা দেশের নাইয়া?
মায়ানদী কেমনে যাবি বাইয়া?
♪
ও নাইয়া রে
আরে, অষ্ট-ইঞ্চি নদীর তীর
খাউজ কাঁটা মাপের ঠিক
চার আঙ্গুলে যাও না পাড়ি দিয়া
(নাইয়া, ও নাইয়া)
ও নাইয়া রে
ওরে, অষ্ট-ইঞ্চি নদীর তীর
খাউজ কাঁটা মাপের ঠিক
চার আঙ্গুলে যাও না পাড়ি দিয়া
তুমি বে-হুঁশিয়ারে পাড়ি দিলে রে, নাইয়া
বে-হুঁশিয়ারে পাড়ি দিলে
মালামাল সব যাবে হারাইয়া
রঙিলা দেশের নাইয়া
মায়ানদী কেমনে যাবি বাইয়া?
♪
ও নাইয়া রে
আরে, সেই না নদীর আঁকেবাঁকে
কুমির ওঠে ঝাঁকে ঝাঁকে
ফাঁকে পেলে ফেলাইবে খাইয়া
(নাইয়া, ও নাইয়া)
ও নাইয়া রে
ওরে, সেই না নদীর আঁকেবাঁকে
কুমির ওঠে ঝাঁকে ঝাঁকে
ফাঁকে পেলে ফেলাইবে খাইয়া
আগে গুরুর কাছে মন্তর নিয়ে রে, নাইয়া
বিবেক-হলুদ গায় মাখিয়া রে, নাইয়া
এবার যাও না সাঁতার দিয়া রে
রঙিলা দেশের নাইয়া
মায়ানদী কেমনে যাবি বাইয়া?
♪
ও নাইয়া রে
ওরে, সেই না নদীর হুমার ছোটে
পাড় ভাঙিয়া পানি ওঠে
সাধের বাগান গেল রে ভাসিয়া
(নাইয়া, ও নাইয়া)
ও নাইয়া রে
ওরে, সেই না নদীর হুমার ছোটে
পাড় ভাঙিয়া পানি ওঠে
সাধের বাগান গেল রে ভাসিয়া
ওরে, সাধের বাগান ভাইসা গেল রে, নাইয়া
কত সাধু-গুরু ভাইসা গেল রে, নাইয়া
তোর মায়া নদী দিয়া রে
রঙিলা দেশের নাইয়া
মায়ানদী কেমনে যাবি বাইয়া?
মায়ানদী কেমনে যাবি বাইয়া, রঙিলা দেশের নাইয়া?
মায়ানদী কেমনে যাবি বাইয়া?
মায়ানদী কেমনে যাবি বাইয়া, রঙিলা দেশের নাইয়া?
মায়ানদী কেমনে যাবি বাইয়া?
ও নাইয়া রে
Поcмотреть все песни артиста
Other albums by the artist