Kishore Kumar Hits

Oyshee - Love is market Out lyrics

Artist: Oyshee

album: Love is market Out


আব্বে হালা, খাড়া
কী শুরু হইসে আমগো দেশে?
কোনো মাইয়্যা নাইক্কা
মায়া-দয়াও নাইক্কা
ভালোবাসায় ঠাডা পড়ছে, ব্যাডা, ঠাডা

Yeah!
কার টোপেতে কে যে কখন পড়ে রে
আপন ছাড়ি পরকে আপন করে রে (yeah!)
কার টোপেতে কে যে কখন পড়ে রে
আপন ছাড়ি পরকে আপন করে রে
কেউ তো এখন নেয় না রে চাপ
কিছু হলেই break-up, break-up
মুখে মুখে ভালোবাসা, অন্তরেতে doubt
Hey মামা, hey
Hey মামা, hey
Hey মামা, hey
Love is market out

ওপরেতে সাধু সাজে, ভেতরে গন্ডগোল (গন্ডগোল)
নিজের হাড়ি ভাঙ্গে না তো, বাজায় পরের ঢোল
জামানাটা বদলে গেছে, নাই রে প্রেমিক মন (প্রেমিক মন)
তলে তলে সবাই এখন খোঁজে আরেকজন
Hey মামা, hey
Hey মামা, hey
Hey মামা, hey
Love is market out

খাঁটি সোনা যায়া না চেনা ভেজালেরই ভীড়ে
আসল মানুষ থাকে রে ভাই নকলে ঘিরে
ভাইবো না তো আমি বোকা, ফাঁইসা গেছি কইরা প্রেম
জানি না তো কবে শেষ হবে এই problem
Hey মামা, hey
Hey মামা, hey
Hey মামা, hey
Love is market out

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists