Oyshee - Bhola Mon lyrics
Artist:
Oyshee
album: Bhola Mon
আমি হইলাম আস্ত বোকা
প্রেমবাজারে খাইলাম ধোঁকা
আমি হইলাম আস্ত বোকা
প্রেমবাজারে খাইলাম ধোঁকা
চকচকিলে হয় না সোনা, অবাক নিদর্শন
শুকনা ডাঙায় পিছল খাইলো আমার ভোলা মন
শুকনা ডাঙায় পিছল খাইলো আমার ভোলা মন
♪
পাবার তরে এই অন্তরে হইলো গণ্ডগোল
ক্রান্তিকালে এই কপালে দুঃখটাই সম্বল
পাবার তরে এই অন্তরে হইলো গণ্ডগোল
ক্রান্তিকালে এই কপালে দুঃখটাই সম্বল
বিনা মেঘে মন-আবেগে হয় কি বরষন?
শুকনা ডাঙায় পিছল খাইলো আমার ভোলা মন
শুকনা ডাঙায় পিছল খাইলো আমার ভোলা মন
♪
লাভের আশায় সদাই কইরা কিনিলাম বেদন
ভালোবাসার লেনাদেনা বুঝলাম না কেমন
লাভের আশায় সদাই কইরা কিনিলাম বেদন
ভালোবাসার লেনাদেনা বুঝলাম না কেমন
অন্তরচক্ষু বন্ধ কইরা করিলাম দর্শন
শুকনা ডাঙায় পিছল খাইলো আমার ভোলা মন
শুকনা ডাঙায় পিছল খাইলো আমার ভোলা মন
আমি হইলাম আস্ত বোকা
প্রেমবাজারে খাইলাম ধোঁকা
চকচকিলে হয় না সোনা, অবাক নিদর্শন
শুকনা ডাঙায় পিছল খাইলো আমার ভোলা মন
শুকনা ডাঙায় পিছল খাইলো আমার ভোলা মন
শুকনা ডাঙায় পিছল খাইলো আমার ভোলা মন
Поcмотреть все песни артиста
Other albums by the artist