Purna Das Baul - Aaji E Gandho Bidhuro Samirane lyrics
Artist:
Purna Das Baul
album: Celebrating Bengal
আজি এই গন্ধবিধুর সমীরণে
আজি এই গন্ধবিধুর সমীরণে
কার সন্ধানে ফিরি বনে বনে
গন্ধবিধুর সমীরণে
আজি এই গন্ধবিধুর সমীরণে
♪
আজি ক্ষুব্ধ নীলাম্বরমাঝে
একি চঞ্চল ক্রন্দন বাজে
আজি ক্ষুব্ধ নীলাম্বরমাঝে
একি চঞ্চল ক্রন্দন বাজে
সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত
সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত
লাগে মোর চিন্তায় কাজে
আমি খুঁজি কারে অন্তরে মনে
গন্ধবিধুর সমীরণে
আজি এই গন্ধবিধুর সমীরণে
♪
ওগো, জানি না কী নন্দনরাগে
সুখে উৎসুক যৌবন জাগে
ওগো, জানি না কী নন্দনরাগে
সুখে উৎসুক যৌবন জাগে
আজি আম্রমুকুলসুগন্ধে
নব পল্লবমর্মরছন্দে
আজি আম্রমুকুলসুগন্ধে
নব পল্লবমর্মরছন্দে
চন্দ্রকিরণ-সুধা সিঞ্চিত অম্বরে
চন্দ্রকিরণ-সুধা সিঞ্চিত অম্বরে
অশ্রুসরস মহানন্দে
আমি পুলকিত কার পরশনে
গন্ধবিধুর সমীরণে
আজি এই গন্ধবিধুর সমীরণে
কার সন্ধানে ফিরি বনে বনে
গন্ধবিধুর সমীরণে
আজি এই গন্ধবিধুর সমীরণে
Поcмотреть все песни артиста
Other albums by the artist