Kishore Kumar Hits

Manabendra Mukherjee - Biraher Ashrusayare Bedonar lyrics

Artist: Manabendra Mukherjee

album: Best Of Manabendra Mukherjee - Koto Kathaa Chhilo


বিরহের অশ্রু সায়রে বেদনার শতদল
উদাসী অশান্ত বায়ে টলে টলমল
বিরহের অশ্রু সায়রে...

তব পদতলে, প্রিয়
প্রিয়, প্রিয়, প্রিয়
তব পদতলে, প্রিয়
সেই শতদল রাখিয়ো
বাজাইও মধুকর বীণা অনুরাগ-চঞ্চল
বিরহের অশ্রু সায়রে...

ঝড় এলো ঐ এলাইয়া মেঘের কুন্তল
তুমি কোথায়, 'থায়
তুমি কোথায়, কোথায়
তুমি কোথায়, হায়
নিরাশা ঝরেছে কমলদল
কেমনে কাটে তব বেলা
তব বেলা, তব বেলা
কেমনে কাটে তব বেলা
কোথা কোন লোকে একেলা
দুই কূলে দুই জন কাঁদি
মাঝে নদী ছলছল
বিরহের অশ্রু সায়রে বেদনার শতদল
উদাসী অশান্ত বায়ে টলে টলমল
বিরহের অশ্রু সায়রে...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists