Kishore Kumar Hits

Manabendra Mukherjee - Ebar Jakhan Uthbe Sandhya Tara lyrics

Artist: Manabendra Mukherjee

album: Best Of Manabendra Mukherjee - Koto Kathaa Chhilo


এবার যখন উঠবে সন্ধ্যাতারা
সাঁঝ আকাশে
এবার যখন উঠবে সন্ধ্যাতারা
সাঁঝ আকাশে
দেখতে পাবে দুটি নতুন তারা
তাহার পাশে
এবার যখন উঠবে সন্ধ্যাতারা
সাঁঝ আকাশে
চেয়ে দেখো ভালো করে
কার দুটি চোখ যেন মোরে
তারা হয়ে ধরার পানে চাহে
তোমার আঁখি দেখার আশে
সাঁঝ আকাশে
যে দুটি চোখ নিত্য লোকের মাঝে
তোমায় দিত লাজ
পড়বে মনে গো
সেই দুটি চোখ চিরতরে
এই পৃথিবী হতে
হারিয়ে গেছে আজ
পায়নি গো, তাই অভিমানে
চলে গেল দূর বিমানে
সেদিন যেন এমনি করে
চাইতে ওদের পানে
দ্বিধা নাহি আসে
এবার যখন উঠবে সন্ধ্যাতারা
সাঁঝ আকাশে
দেখতে পাবে দুটি নতুন তারা
তাহার পাশে
এবার যখন উঠবে সন্ধ্যাতারা
সাঁঝ আকাশে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists