যে ক'টা দিন আছো বেঁচে, ওরে মন হরিনাম নিতে যেন ভুলো না যে ক'টা দিন আছো বেঁচে, ওরে মন হরিনাম নিতে যেন ভুলো না ভুলে কেন রইলে, দু'কুল হারালে সঙ্গে কোনোকিছু যাবে না ভুলে কেন রইলে, দু'কুল হারালে সঙ্গে কোনোকিছু যাবে না যে ক'টা দিন আছো বেঁচে, ওরে মন হরিনাম নিতে যেন ভুলো না যে ক'টা দিন আছো বেঁচে, ওরে মন হরিনাম নিতে যেন ভুলো না ♪ মাতা-পিতা-সহোদর, দারা-সুত-পরিবার আপন আপন মিছে ভাবনা মাতা-পিতা-সহোদর, দারা-সুত-পরিবার আপন আপন মিছে ভাবনা ছেলে-মেয়ে-সংসার, সকলি অসার ছেলে-মেয়ে-সংসার, সকলি অসার কাছেতে কেউ তো আসবে না যে ক'টা দিন আছো বেঁচে, ওরে মন হরিনাম নিতে যেন ভুলো না যে ক'টা দিন আছো বেঁচে, ওরে মন হরিনাম নিতে যেন ভুলো না ♪ একলা এসছো, একলা যেতে হবে সঙ্গে তো কেউ যাবে না একলা এসছো, একলা যেতে হবে সঙ্গে তো কেউ যাবে না বাল্যকালে খেলা করে কাটালে যৌবনে কামিনী ছাড়লে না ওই বাল্যকালে খেলা করে কাটালে যৌবনে কামিনী ছাড়লে না ♪ বুড়ো হয়েও তবু টাকা টাকা টাকা টাকা-বুলি তোমার ঘুচলো না বুড়ো হয়েও তবু টাকা টাকা টাকা টাকা-বুলি তোমার ঘুচলো না তাই বলি ওরে মন সংসার বন্ধন তাই বলি ওরে মন সংসার বন্ধন হরিনাম স্বর্গে কাটো না তাই বলি ওরে মন সংসার বন্ধন হরিনাম স্বর্গে কাটো না যে ক'টা দিন আছো বেঁচে, ওরে মন হরিনাম নিতে যেন ভুলো না ভুলে কেন রইলে, দু'কুল হারালে ভুলে কেন রইলে, দু'কুল হারালে সঙ্গে কোনোকিছু যাবে না যে ক'টা দিন আছো বেঁচে, ওরে মন হরিনাম নিতে যেন ভুলো না হরিনাম নিতে যেন ভুলো না হরিনাম নিতে যেন ভুলো না