Kishore Kumar Hits

Suchitra Mitra - Na Hoy Tomar Ja Hoyechhe lyrics

Artist: Suchitra Mitra

album: Naba Robi Kiron Audio Jukebox 16


নাহয় তোমার যা হয়েছে তাই হল
আরো কিছু নাই হল, নাই হল, নাই হল
নাহয় তোমার যা হয়েছে তাই হল
কেউ যা কভু দেয় না ফাঁকি
সেইটুকু তোর থাক-না বাকি
পথেই না হয় ঠাঁই হল
আরো কিছু নাই হল, নাই হল
নাহয় তোমার যা হয়েছে তাই হল
চল রে সোজা বীণার তারে ঘা দিয়ে
ডাইনে বাঁয়ে দৃষ্টি তোমার না দিয়ে
চল রে সোজা বীণার তারে ঘা দিয়ে
চল রে সোজা বীণার তারে ঘা দিয়ে
ডাইনে বাঁয়ে দৃষ্টি তোমার না দিয়ে
চল রে সোজা বীণার তারে ঘা দিয়ে
হারিয়ে চলিস পিছনেরে
সামনে যা পাস কুড়িয়ে নে রে
খেদ কী রে তোর যাই হল
আরো কিছু নাই হল, নাই হল
নাহয় তোমার যা হয়েছে তাই হল
আরো কিছু নাই হল, নাই হল, নাই হল
নাহয় তোমার যা হয়েছে তাই হল

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists