কুল-মান সব গেল রে তবু না পেলাম তারে প্রেমের লেশ নাই অন্তরে তাই তো মোরে দেয় না দেখা সে রে কুল-মান সব গেল রে তবু না পেলাম তারে প্রেমের লেশ নাই অন্তরে তাই তো মোরে দেয় না দেখা সে রে ও তার বসত কোথায় না জেনে হায় গগন ভেবে মরে মরি হায়, হায় রে ও তার বসত কোথায় না জেনে হায় গগন ভেবে মরে ও সে মানুষের দিশ যদি জানিস কৃপা করে আমায় কৃপা করে বলে দে রে আমার সুহৃদ হয়ে বলে দে রে ব্যথার ব্যথিত হয়ে বলে দে রে কোথায় পাব তারে আমার মনের মানুষ যে রে আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ যে রে হারায়ে সেই মানুষে তার উদ্দেশে দেশ বিদেশে আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে কোথায় পাব তারে আমার মনের মানুষ যে রে