Suchitra Mitra - Ebar Nirab Kore lyrics
Artist:
Suchitra Mitra
album: Nirab Kore Dao
এবার নীরব করে দাও হে
তোমার মুখর কবিরে
এবার নীরব করে দাও হে
তোমার মুখর কবিরে
তার হৃদয় বাঁশি আপনি কেড়ে
বাজাও গভীরে
এবার নীরব করে দাও হে
তোমার মুখর কবিরে
এবার নীরব করে দাও হে
তোমার
♪
নিশীথরাতের নিবিড় সুরে
বাঁশিতে তান দাও হে পুরে
নিশীথরাতের নিবিড় সুরে
বাঁশিতে তান দাও হে পুরে
যে তান দিয়ে অবাক কর গ্রহশশীরে
এবার নীরব করে দাও হে
তোমার মুখর কবিরে
এবার নীরব করে দাও হে
তোমার
♪
যা কিছু মোর ছড়িয়ে আছে জীবন মরণে
গানের টানে মিলুক এসে তোমার চরণে
যা কিছু মোর ছড়িয়ে আছে জীবন মরণে
গানের টানে মিলুক এসে তোমার চরণে
বহুদিনের বাক্যরাশি
এক নিমেষে যাবে ভাসি
বহুদিনের বাক্যরাশি
এক নিমেষে যাবে ভাসি
একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে
এবার নীরব করে দাও হে
তোমার মুখর কবিরে
♪
এবার নীরব করে দাও হে
তোমার মুখর কবিরে
Поcмотреть все песни артиста
Other albums by the artist