Kishore Kumar Hits

Debabrata Biswas - Sunil Sagarer Shyamal Kinare lyrics

Artist: Debabrata Biswas

album: Sunil Sagarer Shyamal Kinare


সুনীল সাগরের শ্যামল কিনারে
দেখেছি পথে যেতে তুলনাহীনারে
তুলনাহীনারে
এ কথা কভু আর পারে না ঘুচিতে
আছে সে নিখিলের মাধুরীরুচিতে
এ কথা শিখানু যে আমার বীণারে
গানেতে চিনালেম সে চির-চিনারে
দেখেছি পথে যেতে তুলনাহীনারে
তুলনাহীনারে
সে কথা সুরে সুরে ছড়াব পিছনে
স্বপনফসলের বিছনে বিছনে
মধুপগুঞ্জে সে লহরী তুলিবে
কুসুমকুঞ্জে সে পবনে দুলিবে
ঝরিবে শ্রাবণের বাদলসিচনে
শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে
স্মরণবেদনার বরনে আঁকা সে
চকিতে ক্ষণে ক্ষণে পাব যে তাহারে
ইমনে কেদারায় বেহাগে বাহারে
দেখেছি পথে যেতে তুলনাহীনারে
তুলনাহীনারে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists