Debabrata Biswas - Rimiki Jhimiki Jhare lyrics
Artist:
Debabrata Biswas
album: Pagla Haowar Badal Dine - Rabindranather Barshar Gaan
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা
মন যে কেমন করে, হল দিশাহারা
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা
♪
যেন কে গিয়েছে ডেকে
রজনীতে সে কে, কে গিয়েছে ডেকে
রজনীতে সে কে দ্বারে দিল নাড়া
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা
মন যে কেমন করে, হল দিশাহারা
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা
♪
বঁধু দয়া করো, বঁধু দয়া করো
বঁধু দয়া করো, বঁধু দয়া করো
আলোখানি ধরো হৃদয়ে, বঁধু দয়া করো
বঁধু দয়া করো, বঁধু দয়া করো
আলোখানি ধরো হৃদয়ে, বঁধু দয়া করো
আধো-জাগরিত তন্দ্রার ঘোরে আঁখি জলে যায় যে ভ'রে
আধো-জাগরিত তন্দ্রার ঘোরে আঁখি জলে যায় যে ভ'রে
স্বপনের তলে ছায়াখানি দেখে
স্বপনের তলে ছায়াখানি দেখে
মনে মনে ভাবি এসেছিল সে কে
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা
মন যে কেমন করে, হল দিশাহারা
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা
Поcмотреть все песни артиста
Other albums by the artist