Kishore Kumar Hits

Debabrata Biswas - Aji Shrabanghanagahan Mohe lyrics

Artist: Debabrata Biswas

album: Pagla Haowar Badal Dine - Rabindranather Barshar Gaan


আজি শ্রাবণ ঘন গহন মোহে
গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে
সবার দিঠি এড়ায়ে এলে
শ্রাবণ ঘন গহন মোহে

প্রভাত আজি মুদেছে আঁখি
বাতাস বৃথা যেতেছে ডাকি
নিলাজ নীল আকাশ ঢাকে
নিবিড় মেঘ কে দিল মেলে
শ্রাবণ ঘন গহন মোহে

কূজনহীন কাননভূমি
দুয়ার দেওয়া সকল ঘরে
একেলা কোন পথিক তুমি
পথিকহীন পথের 'পরে
হে একা সখা, হে প্রিয়তম
রয়েছে খোলা এ ঘর মম
সমুখ দিয়ে স্বপনসম
যেয়ো না মোরে হেলায় ঠেলে
শ্রাবণ ঘন গহন মোহে
গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে
সবার দিঠি এড়ায়ে এলে
শ্রাবণ ঘন গহন মোহে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists