Kishore Kumar Hits

Anup Ghoshal - Baan Esechhe Mora Gange lyrics

Artist: Anup Ghoshal

album: Swadesh Amar


বান এসেছে মরা গাঙ্গে, খুলতে হবে নাও
বান এসেছে মরা গাঙ্গে, খুলতে হবে নাও
তোমরা এখনও ঘুমাও
বান এসেছে মরা গাঙ্গে, খুলতে হবে নাও
বান এসেছে মরা গাঙ্গে, খুলতে হবে নাও

কত যুগ গেছে কেটে, দেখেছ কত স্বপন
কত যুগ গেছে কেটে, দেখেছ কত স্বপন
এবার বদর বলে ধরো বৈঠা জীবন-মরণ পণ
এবার বদর বলে ধরো বৈঠা জীবন-মরণ পণ

দমকা হাওয়ার কাল গিয়াছে
ফাগুন বইছে পাল খাটাও
দমকা হাওয়ার কাল গিয়াছে
ফাগুন বইছে পাল খাটাও
বান এসেছে মরা গাঙ্গে, খুলতে হবে নাও
বান এসেছে মরা গাঙ্গে, খুলতে হবে নাও
তোমরা এখনও ঘুমাও
বান এসেছে মরা গাঙ্গে, খুলতে হবে নাও

অবহেলে থাকলে বসে
কাঁদতে হবে সারা জীবন
অবহেলে থাকলে বসে
কাঁদতে হবে সারা জীবন
যুগ-যুগান্তে তপস্যাতে এসেছে এই লগন
ভাই রে, যুগ-যুগান্তে তপস্যাতে এসেছে এই লগন

পারের মাঝি হাল ধরেছেন
মিছে পারের মুখ তাকাও
পারের মাঝি হাল ধরেছেন
মিছে পারের মুখ তাকাও
বান এসেছে মরা গাঙ্গে, খুলতে হবে নাও
বান এসেছে মরা গাঙ্গে, খুলতে হবে নাও
তোমরা এখনও ঘুমাও
বান এসেছে মরা গাঙ্গে, খুলতে হবে নাও
তোমরা এখনও ঘুমাও
তোমরা এখনও ঘুমাও
তোমরা এখনও ঘুমাও

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists