বলো বলো বলো সবে শত বীণা বেণু রবে ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে, কর্মে মহান হবে নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে ♪ আজও গিরিরাজ রয়েছে প্রহরী ঘিরি তিনদিক নাচিছে লহরী যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী এখনও অমৃতবাহিনী প্রতি প্রান্তর, প্রতি গুহা বন প্রতি জনপদ, তীর্থ অগণন কহিছে গৌরব কাহিনী বলো বলো বলো সবে শত বীণা বেণু রবে ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে, কর্মে মহান হবে নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে ♪ ভোলেনি ভারত, ভোলেনি সে কথা অহিংসার বাণী উঠেছিল হেথা নানক, নিমাই করেছিল ভাই সকল ভারত নন্দনে ভুলি ধর্ম-দ্বেষ, জাতি-অভিমান ৩০ কোটি দেহ হবে এক প্রাণ একজাতি প্রেম-বন্ধনে বলো বলো বলো সবে শত বীণা বেণু রবে ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে, কর্মে মহান হবে নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে ♪ এসো হে কৃষক কুটির-নিবাসী এসো অনার্য গিরি-বনবাসী এসো হে সংসারী, এসো হে সন্ন্যাসী মিল হে মায়ের চরণে এসো হে হিন্দু, এসো মুসলমান এসো হে পারসী, বৌদ্ধ, খৃষ্টিয়ান মিল হে মায়ের চরণে বলো বলো বলো সবে শত বীণা বেণু রবে ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে, কর্মে মহান হবে নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পূরবে