Kishore Kumar Hits

Anup Ghoshal - Bongo Amar Ononi Amar lyrics

Artist: Anup Ghoshal

album: Swadesh Amar


বঙ্গ আমার, জননী আমার
ধাত্রী আমার, আমার দেশ
কেন গো মা তোর শুষ্ক নয়ন?
কেন গো মা তোর রুক্ষ কেশ?
বঙ্গ আমার, জননী আমার
ধাত্রী আমার, আমার দেশ
কেন গো মা তোর শুষ্ক নয়ন?
কেন গো মা তোর রুক্ষ কেশ?
কেন গো মা তোর ধুলায় আসন?
কেন গো মা তোর মলিন বেশ?
সপ্ত কোটি সন্তান যার
ডাকে উচ্চে আমার দেশ
কিসের দুঃখ, কিসের দৈন্য?
কিসের লজ্জা, কিসের ক্লেশ?
সপ্ত কোটি মিলিত কন্ঠে
ডাকে যখন আমার দেশ
উদিল যেখানে বুদ্ধ-আত্মা
মুক্ত করিতে মোক্ষ দ্বার
আজিও জুড়িয়া অর্ধ জগৎ
ভক্তি প্রণত চরণে যাঁর
অশোক যাহার কীর্তি ছাইল
গান্ধার হতে জলধি শেষ
তুই কি না মা গো তাদের জননী
তুই কি না মা গো তাদের দেশ
কিসের দুঃখ, কিসের দৈন্য?
কিসের লজ্জা, কিসের ক্লেশ?
সপ্ত কোটি মিলিত কন্ঠে
ডাকে যখন আমার দেশ

একদা যাহার বিজয় সেনানী
হেলায় লঙ্কা করিল জয়
একদা যাহার অর্ণবপোত
ভ্রমিল ভারত সাগরময়
সন্তান যার তিব্বত, চীন
জাপানে গঠিল উপনিবেশ
তার কিনা এই ধুলায় আসন
তার কিনা এই ছিন্ন বেশ
কিসের দুঃখ, কিসের দৈন্য?
কিসের লজ্জা, কিসের ক্লেশ?
সপ্ত কোটি মিলিত কন্ঠে
ডাকে যখন আমার দেশ

উঠিল যেখানে মুরজ মন্ত্রে
নিমাই কণ্ঠে মধুর তান
ন্যায়ের বিধান দিল রঘুমণি
চন্ডীদাসও গাইল গান
যুদ্ধ করিল প্রতাপাদিত্য
তুই না কি সেই ধন্য দেশ
ধন্য আমরা যদি এ শিরায়
থাকে তাদের রক্ত লেশ
কিসের দুঃখ, কিসের দৈন্য?
কিসের লজ্জা, কিসের ক্লেশ?
সপ্ত কোটি মিলিত কন্ঠে
ডাকে যখন আমার দেশ

যদিও মা তোর দিব্য আলোকে
ঘিরে আছে আজ আঁধার ঘোর
কেটে যাবে মেঘ নবীন গরিমা
ভাতিবে আবার ললাটে তোর
আমরা ঘুচাব মা তোর কালিমা
মানুষ আমরা, নহি তো মেষ
দেবী আমার, সাধনা আমার
স্বর্গ আমার, আমার দেশ
দেবী আমার, সাধনা আমার
স্বর্গ আমার, আমার দেশ
দেবী আমার, সাধনা আমার
স্বর্গ আমার, আমার দেশ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists