Kishore Kumar Hits

Anup Ghoshal - Rupe Rupantare lyrics

Artist: Anup Ghoshal

album: Sarada Maa


মা, মাগো

রূপে রুপান্তরে সবার অন্তরে
শ্রী মা সারদা অমর চিরদিন
রূপে রুপান্তরে সবার অন্তরে
শ্রী মা সারদা অমর চিরদিন
কি করে মাগো শুধবো বল
তোমার স্নেহের ঋণ
শ্রী মা সারদা অমর চিরদিন
রূপে রুপান্তরে সবার অন্তরে
শ্রী মা সারদা অমর চিরদিন

আশিস তোমার ফল্গুধারা
যায় বয়ে যায় অন্তহারা
মা, মাগো
আশিস তোমার ফল্গুধারা
যায় বয়ে যায় অন্তহারা
কাল সমুদ্রে হবো না আর
কাল সমুদ্রে হবো না আর
আমরা শক্তিহীন
রূপে রুপান্তরে সবার অন্তরে
শ্রী মা সারদা অমর চিরদিন

বিশ্বমায়ের নিঃস্ব ছেলে
বিশ্ব-বিজয়ী তোমায় পেলে
মা, মাগো
বিশ্বমায়ের নিঃস্ব ছেলে
বিশ্ব-বিজয়ী তোমায় পেলে
সে তপস্যায় বাজুক আবার
সে তপস্যায় বাজুক আবার
নীরব মনোবীন
শ্রী মা সারদা অমর চিরদিন
রূপে রুপান্তরে সবার অন্তরে
শ্রী মা সারদা অমর চিরদিন
কি করে মাগো শুধবো বল
তোমার স্নেহের ঋণ
শ্রী মা সারদা অমর চিরদিন
রূপে রুপান্তরে সবার অন্তরে
শ্রী মা সারদা অমর চিরদিন
শ্রী মা সারদা অমর চিরদিন
শ্রী মা সারদা অমর চিরদিন

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists