Anup Ghoshal - Sri Maa Karunamoyee lyrics
Artist:
Anup Ghoshal
album: Sarada Maa
শ্রী মা করুণাময়ী সারদামণি তুমি
নারীশক্তির প্রতীক তুমি, তোমায় করি প্রণাম
শ্রী মা করুণাময়ী সারদামণি তুমি
নারীশক্তির প্রতীক তুমি, তোমায় করি প্রণাম
শ্রী মা করুণাময়ী সারদামণি তুমি
♪
ব্রক্ষ্ম-রুপিনী বীণাপাণি
স্বরুপ তোমার কি আর জানি
ব্রক্ষ্ম-রুপিনী বীণাপাণি
স্বরুপ তোমার কি আর জানি
মিথ্যা মায়া নিত্য ভবে
তুমি ছাড়া মাগো বিধি বাম
মিথ্যা মায়ার নিত্য ভবে
তুমি ছাড়া মাগো বিধি বাম
শ্রী মা করুণাময়ী সারদামণি তুমি
নারীশক্তির প্রতীক তুমি, তোমায় করি প্রণাম
শ্রী মা করুণাময়ী সারদামণি তুমি
নারীশক্তির প্রতীক তুমি, তোমায় করি প্রণাম
শ্রী মা করুণাময়ী সারদামণি তুমি
♪
বিশ্বপটে আঁকা দেখি তোমার মহিমা
তুমি ঐশী-রুপের চকিতাভাস অবগুন্ঠিতা মা
বিশ্বপটে আঁকা দেখি তোমার মহিমা
তুমি ঐশী-রুপের চকিতাভাস অবগুন্ঠিতা মা
সঙ্ঘ মাতা লোক জননী
যুগ সাধনায় ভব তারিনী
সঙ্ঘ মাতা লোক জননী
যুগ সাধনায় ভব তারিনী
চরণ চিহ্ন বক্ষে লয়ে
বিশ্ব মোক্ষধাম
তোমার চরণ চিহ্ন বক্ষে লয়ে
বিশ্ব মোক্ষধাম
শ্রী মা করুণাময়ী সারদামণি তুমি
নারীশক্তির প্রতীক তুমি, তোমায় করি প্রণাম
শ্রী মা করুণাময়ী সারদামণি তুমি
নারীশক্তির প্রতীক তুমি, তোমায় করি প্রণাম
শ্রী মা করুণাময়ী সারদামণি তুমি
Поcмотреть все песни артиста
Other albums by the artist