Anup Ghoshal - Dule Aalo Shatadal lyrics
Artist:
Anup Ghoshal
album: Ke Tumi Durer Sathi
দুলে আলো শতদল
দুলে আলো শতদল
টলমল টলমল
দুলে আলো শতদল
চল লো মেলি পাখা
চল লো মেলি পাখা
রঙিন লঘু চপল
দুলে আলো শতদল
দুলে আলো শতদল
♪
যদি অনল-শিখায়
এ পাখা পুড়িয়া যায় যায়
যদি অনল-শিখায়
এ পাখা পুড়িয়া যায়
ক্ষতি কি ভালোবাসায়
ক্ষতি কি ভালোবাসায়
জ্বলিতে আসা কেবল
দুলে আলো শতদল
দুলে আলো শতদল
♪
কাঁটার কাননে ফুল
তুলিতে বিঁধে আঙুল
কাঁটার কাননে ফুল
তুলিতে বিঁধে আঙুল
মধুর এ পথভুল
ফুলঝরা বনতল
♪
চলিতে ফুল দলি
চাহে যে তারে ছলি ছলি
চলিতে ফুল দলি
চাহে যে তারে ছলি
সেই সে পথে চলি
সেই সে পথে চলি
যে পথে আলেয়া-ছল
দুলে আলো শতদল
দুলে আলো শতদল
টলমল টলমল
দুলে আলো শতদল
চল লো মেলি পাখা
রঙিন লঘু চপল
দুলে আলো শতদল
দুলে আলো শতদল
Поcмотреть все песни артиста
Other albums by the artist