Anup Ghoshal - Neem Phule Mou lyrics
Artist:
Anup Ghoshal
album: Ke Tumi Durer Sathi
নিম ফুলের মৌ পিয়ে
ঝিম হয়েছে ভোমরা
ঝিম হয়েছে ভোমরা
♪
নিম ফুলের মৌ পিয়ে
ঝিম হয়েছে ভোমরা
ঝিম হয়েছে ভোমরা
♪
মিঠে হাসির নূপুর বাজাও গো
মিঠে হাসির নূপুর বাজাও গো
ঝুমুর নাচো তোমরা
ঝুমুর নাচো তোমরা
ঝুমুর নাচো তোমরা
ঝুমুর নাচো তোমরা
♪
নিম ফুলের মৌ পিয়ে
ঝিম হয়েছে ভোমরা
ঝিম হয়েছে ভোমরা
♪
কভু কেয়া কাঁটায়
কভু বাবলা-আঠায়
♪
কভু কেয়া কাঁটায়
কভু বাবলা-আঠায়
বারে বারে ভোমরার পাখা জড়ায়ে গো
পাখা জড়ায়
♪
দেখে হেসে লুটিয়ে পড়ে
দেখে হেসে লুটিয়ে পড়ে
ফুলের দেশের বউরা
ফুলের দেশের বউরা
ফুলের দেশের বউরা
ফুলের দেশের বউরা
♪
নিম ফুলের মৌ পিয়ে
ঝিম হয়েছে ভোমরা
ঝিম হয়েছে ভোমরা
মিঠে হাসির নূপুর বাজাও গো
মিঠে হাসির নূপুর বাজাও গো
ঝুমুর নাচো তোমরা
ঝুমুর নাচো তোমরা
ঝুমুর নাচো তোমরা
ঝুমুর নাচো তোমরা
♪
নিম ফুলের মৌ পিয়ে
ঝিম হয়েছে ভোমরা
ঝিম হয়েছে ভোমরা
Поcмотреть все песни артиста
Other albums by the artist