ও কালো শশী রে, বাজায়ো না আর বাঁশি রে ও কালো শশী রে, বাজায়ো না আর বাঁশি রে বাঁশি শুনিতে আসিনি আমি বাঁশি শুনিতে আসিনি আমি, জল নিতে আসি, বন্ধু বাজায়ো না বাঁশি ও কালো শশী রে, বাজায়ো না আর বাঁশি রে ♪ আঁচল দিয়ে মুছি বন্ধু কাজলেরই কালি আঁচল দিয়ে মুছি বন্ধু কাজলেরই কালি যায় না মোছা তোমার কালি লাগলে, বনমালী তোমার বাঁশির সুরে ভেসে গেল কত বাঁশির সুরে ভেসে গেল কত রাধার মুখের হাসি রে বাজায়ো না বাঁশি ও কালো শশী রে, বাজায়ো না আর বাঁশি রে ♪ কাল নাগিনীর ফণায় নাচো, বুঝবে তুমি কিসে কাল নাগিনীর ফণায় নাচো, বুঝবে তুমি কিসে কুলবধূ, কত কুলবধূ মরে যে ঐ বাঁশরির বিষে বন্ধু, তোমার বাঁশির বিষে ♪ ঘরে ফেরার পথ হারায়ে ফিরি তোমার পায়ে পায়ে ঘরে ফেরার পথ হারায়ে ফিরি তোমার পায়ে পায়ে জলের কলসি জলে ভাসে, আমি জলের কলসি জলে ভাসে, আমি আঁখি জলে ভাসি রে বাজায়ো না বাঁশি ও কালো শশী রে, বাজায়ো না আর বাঁশি রে বাঁশি শুনিতে আসিনি আমি, জল নিতে আসি, বন্ধু বাজায়ো না বাঁশি ও কালো শশী রে, বাজায়ো না আর বাঁশি রে বাজায়ো না আর বাঁশি রে