Anup Ghoshal - Rasa Ghanoshyam Kalyano Sundar lyrics
Artist:
Anup Ghoshal
album: Elo Shyamal Kishore (Nazrul Geeti)
রস-ঘনশ্যাম-কল্যাণ-সুন্দর
রস-ঘনশ্যাম-কল্যাণ-সুন্দর
প্রশান্ত সন্ধ্যার উদার শান্তি দাও
শ্রান্ত মনের ভার হর, হে গিরিধর
রস-ঘনশ্যাম-কল্যাণ-সুন্দর
যে নিবিড় সমাধির গভীর আনন্দে
হিমালয় লীলায়িত নীরব ছন্দে
যে নিবিড় সমাধির গভীর আনন্দে
হিমালয় লীলায়িত নীরব ছন্দে
সেই মহাযোগে কর মোরে মগ্ন
যে মহাভাবে ভোর মৌন নীলাম্বর
রস-ঘনশ্যাম-কল্যাণ-সুন্দর
অপগত-দুখশোক নিশীথ সুষুপ্তির মাঝে
নিথর সিন্ধুর অতল তলে যে শান্তি বিরাজে
যে সুধা লভিয়া ঋষি মধুছন্দা
আনিল বেদবাণী অলকানন্দা
যে সুধা লভিয়া ঋষি মধুছন্দা
আনিল বেদবাণী অলকানন্দা
অন্তরে বাহিরে সেই অমৃত দাও
কর পুরুষোত্তম অজর অমর
রস-ঘনশ্যাম-কল্যাণ-সুন্দর
প্রশান্ত সন্ধ্যার উদার শান্তি দাও
শ্রান্ত মনের ভার হর, হে গিরিধর
রস-ঘনশ্যাম
Поcмотреть все песни артиста
Other albums by the artist