ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল হে দেবতা রাখ সেথা হে দেবতা রাখ সেথা তোমার পদতল পূজার থালায় আছে আমার ব্যথার শতদল ♪ নিবেদনের কুসুম সহ লহ হে নাথ, আমায় লহ সেই আগুনে, সেই আগুনে আমায় দহ যে আগুনে আরতি-দীপ জ্বেলেছি উজল পূজার থালায় আছে আমার ব্যথার শতদল ♪ যে নয়নের জ্যোতি নিলে কাঁদিয়ে পলে পলে মঙ্গল-ঘট ভরেছি নাথ, সেই নয়নের জলে যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পায়ে নাথ রিক্ত তুমি করলে যে হাত রিক্ত তুমি করলে যে হাত, হে দেবতা লও সে হাতে অর্ঘ্য-সুমঙ্গল পূজার থালায় আছে আমার ব্যথার শতদল হে দেবতা রাখ সেথা হে দেবতা রাখ সেথা তোমার পদতল পূজার থালায় আছে আমার ব্যথার শতদল ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল