রাত নিঝুম হোক না আঁধার কালো ঘরে আমার হাজার চাঁদের আলো আমার ভাবনা কিসের আর? রাত নিঝুম হোক না আঁধার কালো আমি নাইবা পেলাম রূপনগরের বাঁশি আমি নাইবা পেলাম রূপনগরের বাঁশি আমার ছোট্ট ঘরেই তিন ভুবনের হাসি আমায় ভোলায় বারে বার রাত নিঝুম হোক না আঁধার কালো আমি তাই এসেছি, সব পেয়েছির দেশে আমার সকল চাওয়া যায় যদি যাক ভেসে আমার এইতো অহংকার রাত নিঝুম হোক না আঁধার কালো তোমার সত্য আমার বুকে সত্য আমার বুকে আমি ভুলতে তাকে পারবো না আকাশ ভেঙে আসুক প্রলয় মায়ের মাটি ছাড়বো না তোমার মন্ত্র আমার প্রাণের তপস্যা আমি ভাগ্য লেখা লিখবো নিজের হাতে