Bashir Ahmed - Amake Jodi Go lyrics
Artist:
Bashir Ahmed
album: Ami Rickshawala
আমাকে যদি গো তুমি এত বাসো ভালো
আমাকে যদি গো তুমি এত বাসো ভালো
বলো ওগো বলো তুমি দু'টি কথা বলো
আমাকে যদি গো তুমি এত বাসো ভালো
আমাকে যদি গো তুমি এত বাসো ভালো
♪
ও রজনীগন্ধা, দূরে কেন থাকো
মন যদি চায় তব, কাছে মোরে ডাকো
আমার রচিত গানে সুর মায়া তোলো
বলো ওগো বলো তুমি দু'টি কথা বলো
আমাকে যদি গো তুমি এত বাসো ভালো
♪
সাঁঝের পরশে দোলা দিকে দিকে বাতাসে
উদাস মেঘে চলা দেখি নীল আকাশে
♪
ও রজনীগন্ধা, একবার হাসো
মন যদি চায় তব, মোরে ভালোবাসো
প্রেমের সুরভি দিয়ে গন্ধসুধা ঢালো
বলো ওগো বলো তুমি দু'টি কথা বলো
আমাকে যদি গো তুমি এত বাসো ভালো
বলো ওগো বলো তুমি দু'টি কথা বলো
আমাকে যদি গো তুমি এত বাসো ভালো
আমাকে যদি গো তুমি এত বাসো ভালো
Поcмотреть все песни артиста
Other albums by the artist