Pankaj Mullick - Je Dhrubapad Diyechho Bandhi lyrics
Artist:
Pankaj Mullick
album: Tumi Kemon Korey – Immortal Voice Of Pankaj Kumar Mullick
যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে
মিলাব তাই জীবনগানে
যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে
মিলাব তাই জীবনগানে
যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি
গগনে তব বিমল নীল, হৃদয়ে লব তাহারি মিল
শান্তিময়ী গভীর বাণী নীরব প্রাণে
যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি
গগনে তব বিমল নীল, হৃদয়ে লব তাহারি মিল
শান্তিময়ী গভীর বাণী নীরব প্রাণে
যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি
বাজায় উষা নিশীথকুলে যে গীতভাষা
বাজায় উষা নিশীথকুলে যে গীতভাষা
সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা
বাজায় উষা নিশীথকুলে যে গীতভাষা
সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা
ফুলের মতো সহজ সুরে প্রভাতে মম উঠিবে পূরে
ফুলের মতো সহজ সুরে প্রভাতে মম উঠিবে পূরে
সন্ধ্যা মম সে সুরে যেন
সন্ধ্যা মম সে সুরে যেন মরিতে জানে
যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে
মিলাব তাই জীবনগানে
যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি
Поcмотреть все песни артиста
Other albums by the artist