ময়না ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ
হ্যাঁ, দুপুর বেলা পুকুর ঘাটে শেওলা জমেছে
পিছলে গিয়ে ফুল বাবু তার কুমোর ভেঙেছে
কলাকা-পাড়ের শাড়িতে চোর কাঁটা বিধেছে
টইটুম্বুর রসের হাড়ি পিঁপড়ে ধরেছে
ময়নামতির রূপের জালে মৌমাছি ফুল ফেসেছে
কুচকি করে মুচকি হেসেছে
ময়না ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ করে যেই
আজ কাছে এসেছে
ময়না ছলাৎ ছলাৎ করে যেই
আজ কাছে এসেছে
♪
এই রাত ফস্কে গেলে ফিরে পাবে না
যৌবন আটকে থাকে না
যাবে যেই জ্বলে, পাঁচ কান হলে
নজরে নজর লাগে না
ময়নামতির রূপের জালে মৌমাছি ফুল ফেসেছে
কুচকি করে মুচকি হেসেছে
ময়না ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ করে যেই
আজ কাছে এসেছে
ময়না ছলাৎ ছলাৎ করে যেই
আজ কাছে এসেছে
♪
আহা, मुचि मुचि मुश्कुराहत তোর পুকারেতে
सच मुचि कातिल ये महेफिल
যত রাত বাড়ে নেশা টাও চড়ে
ঘরে মন টিকতে পারে না
ময়নামতির রূপের জালে মৌমাছি ফুল ফেসেছে
কুচকি করে মুচকি হেসেছে
ময়না ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ করে যেই
আজ কাছে এসেছে
ময়না ছলাৎ ছলাৎ করে যেই
আজ কাছে এসেছে
ময়না ছলাৎ ছলাৎ করে যেই
আজ কাছে এসেছে
Поcмотреть все песни артиста
Other albums by the artist