মনে পড়ে সেই ছেলেবেলা, সেই খেলা-খেলা, হারানো দিন মনে পড়ে সেই ছেলেবেলা, সেই খেলা-খেলা, হারানো দিন দল বেঁধে সেই বৃষ্টিতে শুধু কাকভেজা সারাদিন হাতে বানানো, ভাসানো সেই নৌকাতে ভেসে গেল সেদিন মনে পড়ে সেই ছেলেবেলা, সেই খেলা-খেলা, হারানো দিন ♪ দেওয়ালে আঁকা যে পাহাড় নদীর সে ছবি বকুনি মা-বাবার আজকে বসে যে ভাবি দেওয়ালে আঁকা যে পাহাড় নদীর সে ছবি বকুনি মা-বাবার আজকে বসে যে ভাবি গেল হারিয়ে, ভরিয়ে কত স্মৃতিতে আমার সোনালী দিন মনে পড়ে সেই ছেলেবেলা, সেই খেলা-খেলা, হারানো দিন ♪ ঠাকুমার কোলেতে মাথা রেখে যে শোনা কত রূপকথা যে স্বপ্নজালেতে বোনা ঠাকুমার কোলেতে মাথা রেখে যে শোনা কত রূপকথা যে স্বপ্নজালেতে বোনা আজ তারা যে স্মৃতিতে, শুধু ছবিতে, ধুলো মেখে মলিন মনে পড়ে সেই ছেলেবেলা, সেই খেলা-খেলা, হারানো দিন মনে পড়ে সেই ছেলেবেলা, সেই খেলা-খেলা, হারানো দিন দল বেঁধে সেই বৃষ্টিতে শুধু কাকভেজা সারাদিন হাতে বানানো, ভাসানো সেই নৌকাতে ভেসে গেল সেদিন