ভগবান করেছে আমাকে রূপসী বলো তাতে আমার দোষ কী? হ্যাঁ, ভগবান করেছে আমাকে রূপসী বলো তাতে আমার দোষ কী? আমি হাসলে গালে টোল পড়ে আমার মায়াবী দু'চোখ বশ করে তাতে দোষ আমার কী? বলো তাতে আমার দোষ কী? আরে, ভগবান করেছে আমাকে রূপসী বলো তাতে আমার দোষ কী? ♪ একসাথে হাজার প্রেমিক ভালো আমায় বাসতে চায় কী করি এখন আমি, এভাবে কি মন দেওয়া যায়, বলো? একসাথে হাজার প্রেমিক ভালো আমায় বাসতে চায় কী করি এখন আমি, এভাবে কি মন দেওয়া যায়? তাই তো আমি নিজের মনে একা একা ভয়ে থাকি ভগবান করেছে আমাকে রূপসী বলো তাতে আমার দোষ কী? ভগবান করেছে আমাকে রূপসী বলো তাতে আমার দোষ কী? ♪ সুন্দরী বলে কি রাগ নেই, ভুলেও যেন ভেবো না নখরা করলে পাবে সাজা, বেশি সময় নেবো না আহা, সুন্দরী বলে কি রাগ নেই, ভুলেও যেন ভেবো না নখরা করলে পাবে সাজা, বেশি সময় নেবো না ডান্ডা মেরে ঠান্ডা করে বেচার যদি একটু দেখি ভগবান করেছে আমাকে রূপসী বলো তাতে আমার দোষ কী? ভগবান করেছে আমাকে রূপসী বলো তাতে আমার দোষ কী? আমি হাসলে গালে টোল পড়ে আমার মায়াবী দু'চোখ বশ করে তাতে দোষ আমার কী? বলো তাতে আমার দোষ কী? ভগবান করেছে আমাকে রূপসী বলো তাতে আমার দোষ কী?