Kishore Kumar Hits

Dohar - Bojromanik Diye and Ashaar Maaser Deya lyrics

Artist: Dohar

album: Digonto


গুড়-গুড়-গুড়-গুড় মেঘে ডাকে
ঝমঝমাইয়া বারি আসে
গুড়-গুড়-গুড়-গুড় মেঘে ডাকে
ঝমঝমাইয়া বারি আসে
গাঙে গাঙে আসে নয়া পানি
গাঙে গাঙে নয়া পানি মাছের লড়াচড়া
আষাঢ় মাসে নয়া পানি মাছের লড়াচড়া রে
গুড়-গুড়-গুড়-গুড় মেঘে ডাকে
ঝমঝমাইয়া বারি আসে
গুড়-গুড়-গুড়-গুড়, গুড়-গুড়-গুড়-গুড়
গুড়-গুড়-গুড়-গুড়, গুড়-গুড়-গুড়-গুড়
গুড়-গুড়-গুড়-গুড়, গুড়-গুড়-গুড়-গুড়
গুড়-গুড়-গুড়-গুড়, গুড়-গুড়-গুড়-গুড়
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ়, তোমার মালা
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ়, তোমার মালা
তোমার শ্যামল শোভার বুকে
তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ়, তোমার মালা
আষাঢ় মাসের দেওয়ার ঝরি ঝমঝমাইয়া পড়ে
একলা ঘরত ঘুমিয়া থাকম রে?
আষাঢ় মাসের দেওয়ার ঝরি ঝমঝমাইয়া পড়ে
একলা ঘরত ঘুমিয়া থাকম রে?
ও, কইন্যা, নিন্দে না ধরে
আষাঢ় মাসের দেওয়ার ঝরি রে
তোমার মন্ত্রবলে পাষাণ গলে, ফসল ফলে
তোমার মন্ত্রবলে পাষাণ গলে, ফসল ফলে
মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ়, তোমার মালা
কপালত নাই মাটি-জমি, বিদেশ ঘর-সংসার রে
বিদেশ ঘর-সংসার
ওরে, তোর কথা মোর মনে হইলে রে
ওরে, তোর কথা মোর মনে হইলে রে
হায়-হায়, পরান কান্দে মোর রে
আষাঢ় মাসের দেওয়ার ঝরি রে
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ়, তোমার মালা
घिरी-घिरी आई, घिरी-घिरी आई सावन की बदरी रे
ए, चमके ला बिजली, गरजे ला बदरी
चमके ला बिजली, गरजे ला बदरी
घिरी-घिरी आई, घिरी-घिरी आई सावन की बदरी रे
মরোমরো পাতায় পাতায় ঝরোঝরো বারির রবে
গুরুগুরু মেঘের মাদল বাজে তোমার কী উৎসবে
মরোমরো পাতায় পাতায় ঝরোঝরো বারির রবে
গুরুগুরু মেঘের মাদল বাজে তোমার কী উৎসবে
সবুজ সুধার ধারায় প্রাণ এনে দাও তপ্ত ধারায়
সবুজ সুধার ধারায় প্রাণ এনে দাও তপ্ত ধারায়
বামে রাখ ভয়ঙ্করী বন্যা মরণ-ঢালা
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ়, তোমার মালা
আষাঢ় মাসে দেওয়ার ঝরি ঝমঝমাইয়া পড়ে
একলা ঘরত ঘুমিয়া থাকম রে
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ়, তোমার মালা
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ়, তোমার মালা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists