Kishore Kumar Hits

Sagar Sen - Era Sukher Lagi Chahe Prem lyrics

Artist: Sagar Sen

album: Tomra Ja Bolo Tai Bolo


এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
শুধু সুখ চলে যায়, এমনি মায়ার ছলনা
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়
ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়
সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ
ও তার মান অভিমান, তাই এত হায় হায়
তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ
ও তার মান অভিমান, তাই এত হায় হায়
প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়
প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়
সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
সখী চলো, গেল নিশি, স্বপন ফুরাল
মিছে আর কেন বল
মিছে আর কেন বল
শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল
সখী চলো
প্রেমের কাহিনী গান, হয়ে গেল অবসান
প্রেমের কাহিনী গান, হয়ে গেল অবসান
এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল
এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল
সখী চলো
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
শুধু সুখ চলে যায়, এমনি মায়ার ছলনা
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists