Kishore Kumar Hits

Firoza Begum - Priyo Emon Raat Jeno Jay Na lyrics

Artist: Firoza Begum

album: Feroza Begum - Evergreen Nazrul Geeti Hits


প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই
প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই
পরি চাঁপা রঙের শাড়ি, খয়েরি টিপ
জাগি বাতায়নে, জ্বালি আঁখি প্রদীপ
মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই
মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই
যেন যায় না বৃথাই, যেন যায় না বৃথাই
প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই

তুমি আসিবে বলে সুদূর অতিথি
জাগি চাঁদের তৃষা লয়ে কৃষ্ণা তিথী
তুমি আসিবে বলে সুদূর অতিথি
জাগি চাঁদের তৃষা লয়ে কৃষ্ণা তিথী
কভু ঘরে আসি কভু বাহিরে চাই
কভু ঘরে আসি কভু বাহিরে চাই
যেন যায় না বৃথাই, যেন যায় না বৃথাই
প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই

আজি আকাশে বাতাসে কানাকানি
জাগে বনে বনে নবফুলের বাণী
আজি আকাশে বাতাসে কানাকানি
জাগে বনে বনে নবফুলের বাণী
আজি আমার কথা যেন বলিতে পাই
আজি আমার কথা যেন বলিতে পাই
প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই
প্রিয়, এমন রাত...
প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই
প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই
প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই
প্রিয়, এমন রাত যেন যায় না বৃথাই

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists