Kishore Kumar Hits

Firoza Begum - Udar Bharat lyrics

Artist: Firoza Begum

album: Anjali Laho Mor


উদার ভারত
সকল মানবে দিয়াছ তোমার কোলে স্থান
পার্সি-জৈন-বৌদ্ধ-হিন্দু খ্রিস্টান-শিখ-মুসলমান
উদার ভারত
সকল মানবে দিয়াছ তোমার কোলে স্থান
পার্সি-জৈন-বৌদ্ধ-হিন্দু খ্রিস্টান-শিখ-মুসলমান
উদার ভারত

তুমি পারাবার, তোমাতে আসিয়া মিলেছে সকল ধর্ম জাতি
তুমি পারাবার, তোমাতে আসিয়া মিলেছে সকল ধর্ম জাতি
আপনি সহিয়া ত্যাগের বেদনা, বেদনা, বেদনা, বেদনা
আপনি সহিয়া ত্যাগের বেদনা সকল দেশের করেছ জ্ঞাতি
নিজেরে নিঃস্ব করিয়া হয়েছ বিশ্ব-মানব-প্রতিষ্ঠান
উদার ভারত
সকল মানবে দিয়াছ তোমার কোলে স্থান

বক্ষে ধরিয়া কত সে যুগের কত বিজেতার গ্লানির স্মৃতি
বক্ষে ধরিয়া কত সে যুগের কত বিজেতার গ্লানির স্মৃতি
প্রভাত আশায় সর্বসহা মা, মা, মা, মা
প্রভাত আশায় সর্বসহা মা যাপিছ দুখের কৃষ্ণাতিথি
এমনি নিশীথে এসেছিল বুকে, আসিবে আবার সে ভগবান
উদার ভারত
সকল মানবে দিয়াছ তোমার কোলে স্থান
পার্সি-জৈন-বৌদ্ধ-হিন্দু খ্রিস্টান-শিখ-মুসলমান
উদার ভারত
সকল মানবে দিয়াছ তোমার কোলে স্থান
উদার ভারত

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists