Kishore Kumar Hits

Firoza Begum - Swapne Dekhi Ekti Natun Ghar lyrics

Artist: Firoza Begum

album: Jodi Sorone Aashe More (Songs of Kazi Nazrul Islam)


স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি
স্বপ্নে দেখি একটি নতুন ঘর
স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি
স্বপ্নে দেখি একটি নতুন ঘর
তুমি-আমি দু'জন, প্রিয়
তুমি-আমি দু'জন
তুমি-আমি দু'জন, প্রিয়
তুমি-আমি দু'জন
বাহিরে বকুল বনে
কুহু পাপিয়া করে কূজন
বাহিরে বকুল বনে
কুহু পাপিয়ায় করে কূজন
তুমি-আমি দু'জন, প্রিয়
তুমি-আমি দু'জন
তুমি-আমি দু'জন, প্রিয়
তুমি-আমি দু'জন
স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি
স্বপ্নে দেখি একটি নতুন ঘর

আবেশে ঢুলে ফুল-শয্যায় শুই
মুখ টিপে হাসে মল্লিকা জুঁই
আবেশে ঢুলে ফুল-শয্যায় শুই
মুখ টিপে হাসে মল্লিকা জুঁই
কানে-কানে কানে-কানে কহে
"চিনেছি, চিনেছি উতল সমীরণ"
তুমি-আমি দু'জন, প্রিয়
তুমি-আমি দু'জন
তুমি-আমি দু'জন, প্রিয়
তুমি-আমি দু'জন
স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি
স্বপ্নে দেখি একটি নতুন ঘর

পূর্ণিমা চাঁদ কয়, "গান আর সুর, চঞ্চল ওরা দু'জন
প্রেম জ্যোতি, আনন্দ আঁখি, জল ছলছল ওরা দু'জন"
মৌমাছি কয়, "গুনগুন গান গাই
মুখোমুখি দু'জনে সেইখানে যাই"
মৌমাছি কয়, "গুনগুন গান গাই
মুখোমুখি দু'জনে সেইখানে যাই"
শারদীয়ার শেফালি গায়ে পড়ে কয়
শারদীয়ার শেফালি গায়ে পড়ে কয়
ব্রজের মধুবন, এই তো ব্রজের মধুবন
তুমি-আমি দু'জন, প্রিয়
তুমি-আমি দু'জন
তুমি-আমি দু'জন, প্রিয়
তুমি-আমি দু'জন
স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি
স্বপ্নে দেখি একটি নতুন ঘর
তুমি-আমি দু'জন, প্রিয়
তুমি-আমি দু'জন
তুমি-আমি দু'জন, প্রিয়
তুমি-আমি দু'জন
বাহিরে বকুল বনে
কুহু পাপিয়া করে কূজন
বাহিরে বকুল বনে
কুহু পাপিয়া করে কূজন
তুমি-আমি দু'জন, প্রিয়
তুমি-আমি দু'জন
তুমি-আমি দু'জন, প্রিয়
তুমি-আমি দু'জন
স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি
স্বপ্নে দেখি একটি নতুন ঘর
স্বপ্নে দেখি একটি নতুন ঘর
স্বপ্নে দেখি একটি নতুন ঘর

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists