Kishore Kumar Hits

Firoza Begum - Jao Jao Tumi Phire lyrics

Artist: Firoza Begum

album: Jodi Sorone Aashe More (Songs of Kazi Nazrul Islam)


যাও, যাও তুমি ফিরে
যাও, যাও তুমি ফিরে
এই মুছিনু আঁখি
যাও, যাও তুমি ফিরে
কে বাঁধিবে তোমারে
কে বাঁধিবে তোমারে
হায়, গানের পাখি
যাও, যাও তুমি ফিরে

মোর এত প্রেম আশা
মোর এত ভালোবাসা
মোর এত প্রেম আশা
মোর এত ভালোবাসা
সকলি দুরাশা আজ
সকলি দুরাশা আজ
কি দিয়া রাখি
যাও, যাও তুমি ফিরে
এই মুছিনু আঁখি
যাও, যাও তুমি ফিরে
তোমার বেঁধেছিল নয়ন
শুধু এ রূপের জালে
তাই দুদিন কাঁদিয়া হায়
সে বাঁধন ছাড়ালে
আমার বাঁধিয়াছে হিয়া
আমি ছাড়াব কি দিয়া
আমার বাঁধিয়াছে হিয়া
আমি ছাড়াব কি দিয়া
হিয়া তো নয়ন নহে
ছাড়ে না কাঁদিয়া
ও সে দুদিন কাঁদিয়া

এই অভিমান জ্বালা
মোর একেলার কালা
এই অভিমান জ্বালা
মোর একেলার কালা
ম্লান মিলনের মালা
ম্লান মিলনের মালা
দাও ধুলাতে ঢাকি
যাও, যাও তুমি ফিরে
এই মুছিনু আঁখি
যাও, যাও তুমি ফিরে
যাও, যাও তুমি ফিরে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists