Kishore Kumar Hits

Satinath Mukherjee - Akashsagar lyrics

Artist: Satinath Mukherjee

album: Tulir Tane


সাগর পাড়ে ঘুরতে গিয়ে গুনছি বসে ঢেউ
ঐ পাড়েতে বাস করে কে, খোঁজ রাখে না কেউ
ঢেউয়ের সঙ্গে করছি আমি হাজার খেলাধুলো
ঐ পাড়েতে শুধুই দেখি সাদা মেঘের তুলো
নৌকাগুলো যায় না দেখা পলক পড়ার পর
হয়তো সে আজ ঘুরতে যাবে চাঁদ মামার ওই ঘর
আকাশ-সাগর করছে বুঝি লুকোচুরির খেলা
মনের মাঝে ভাসছে যেন প্রশ্ন বোঝাই ভেলা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists