কেউবা হাসেন সরল হাসি
কেউবা কুটিল বক্র
কেউ হেসে জোর অট্টহাসি
চালায় হাসির চক্র
কেউবা হাসেন বিকট হাসি
দুলিয়ে দেহের অঙ্গ
কেউ হাসে ম্লান, মধুর, মৃদু
পেলেও রগড় রঙ্গ
কেউবা হাসেন মুখটি টিপে
মেনেই হাসির ছন্দ
কেউ হাসে বেশ স্নিগ্ধ শোভন
ভুলেই বিভেদ-দ্বন্দ্ব
কেউবা হাসেন ফিকফিকিয়ে
কেউ হাসে খুব খিলখিল
হা-হা, হো-হো, হে-হে, হি-হি
হাসির আকাশ ঝিলমিল
কেউবা হাসেন কোমল হাসি
কেউবা কঠিন, গমগম
কেউ হাসে খুব বিশ্রী বেদম
শুনলেই গা ছমছম
কেউবা হাসেন কপট হাসি
কেউবা চিকন মিষ্টি
হাসির ঘটায় হাস্য ছটায়
ছড়ায় হাসির বৃষ্টি
কেউবা হাসেন বজ্র হাসি
শুনেই পিলে চমকায়
কেউ হাসে জোর দম ফাটানো
ঠিক যেমন যম ধমকায়
কেউবা হাসেন মোটা হাসি
কেউ মিহি, কেউ সূক্ষ্ম
কেউ হাসে বেশ দেখন হাসি
চেপেও মনে দুঃখ
কেউবা হাসেন রঙ-তামাশায়
কেউবা মজার দৃশ্যে
টাটকা-বাসি হরেক হাসি
ছড়িয়ে পড়ুক বিশ্বে
টাটকা-বাসি হরেক হাসি
ছড়িয়ে পড়ুক বিশ্বে
Поcмотреть все песни артиста
Other albums by the artist