Kishore Kumar Hits

Satinath Mukherjee - Subhash Saha Hasan Ha Ha lyrics

Artist: Satinath Mukherjee

album: Charachori Garagodi


হাসনাবাদের হাসন গাঁয়ে থাকেন সুহাস সাহা
সবসময় হাসেন তিনি হো-হো, হি-হি, হা-হা
এমনকি খুব ক্ষিদেয় গলায় স্বরটা যখন মিহি
সুহাস সাহা হাসেন হা-হা, হো-হো, হে-হে, হি-হি
কিংবা ধরুন পা পিছলে গেলেন পড়েই পথে
সবাই মিলে পাকড়ে টেনে তুললো কোনোমতে
হয়তোবা কেউ বললে, "ভায়া, লাগলো কি খুব, আহা?"
শুনেই হাসেন সুহাস সাহা, হো-হো, হি-হি, হা-হা
একদিন তার ছোট বেলার বন্ধু রতন রাহা
বললে, "আরে তুমিই তো সেই সুহাস ভূষন সাহা
পরশু মারা গেছে তোমার ভাগ্নে ললিত লাহা"
শুনেই হাসেন সুহাস সাহা, হো-হো, হি-হি, হা-হা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists