পড়ার সময় হঠাৎ খোকা বইটা বুকে ধরে হাহা, হোহো, হিহি করে উঠলো হেসেই জোরে মা বললেন, "মাথাটা তোর খারাপ হলো নাকি সাতসকালে বোকার মতো হাসার কারণটা কি" বললে খোকা, "মোটেও বোকা নইকো আমি মাগো কারণটা না বুঝেই মিছে আমার উপর রাগো" এই দেখ কি বইতে লেখা, কাজের ফাঁকে ফাঁকে প্রাণভরে রোজ হাসলে জোরে স্বাস্থ্য ভালো থাকে পাশের ঘরে হঠাৎ খুকু দু-চার পাতা পড়ে ভেঁউ ভেঁউ ভেঁউ, ভেঁউ ভেঁউ ভেঁউ উঠলো কেঁদে জোরে মা বললেন, "আয়, হায়, হায় তোর কি হলো আবার! লাগলে খিদে আয় খাবি আয় তৈরি আছেই খাবার" রেগেই খুকু বললে, "আমায় ভাবছো পেটুক মেয়ে কাঁদার কারণ শুনবে নাকি এই দেখ চোখ চেয়ে এই লেখাটা পড়লে কারণ বুঝবে হাড়ে হাড়ে প্রাণ খুলে রোজ কাঁদলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে"