দিল্লী থেকে বিল্লি এলেন দুধের মতন সাদা কলকাতার এক কালো বেড়াল বললে তাকে, "দাদা আসুন, বসুন, কেমন আছেন? বাড়ির খবর ভালো?" সাদা বিড়াল বললে, "তোমার রংটা কেন কালো?" কালো বিড়াল বললে, "শুনুন, রাখুন আগে bedding আমি যখন জন্মেছিলাম, চলছিলো load-shedding" কুচবিহারের রাজার ছিল একটা কালো হাতি যখন-তখন সেই হাতিটাই করতো মাতামাতি একদিন তার কাণ্ড দেখেই চমকে গেল পিলে পাঁচটা কাপড় কাচা সাবান ফেললো হাতি গিলে পরদিন কি ঘটলো ব্যাপার, বলছি শোনো দাদা সাবান খেয়েই কালো হাতির বাচ্চা হলো সাদা রামুর সাথে দামুর সেদিন হঠাৎ হলো দেখা বললে দামু, "শোন রে রামু, চললি কোথায় একা? ন'মাস বাদে দেখা হলো, কেমন আছিস? ভালো? আগে তো বেশ ফর্সা ছিলি, এখন কেন কালো?" বললে রামু, "কেমন করে রং হল শোন ময়লা আগে বেচতাম ময়দা আমি, এখন বেচি কয়লা" সেদিন ভোরে বললে ভোঁদা, "বল তো ভেবেই হাঁদা রাত্রে ফোটা ফুলগুলো সব হয় কিভাবে সাদা?" বললে হাঁদা, "হায় রে গাধা, এ তো সবাই জানে অবাক হয়েই তাকিয়ে কেন থাকিস আমার পানে? রাত্রে ফোটা ফুলগুলো না ঘুমিয়ে জেগে থেকে হয় সাদা রোজ সারা দেহেই জ্যোৎস্না মেখে মেখে"