তিনটে শেয়াল টপকে দেয়াল বললে
"ব্যাটা মোরগ ভোর না হতেই কোঁকড়-কোঁকড়, ভীষন খারাপ ও রোগ
হচ্ছে সবার ঘুমের ব্যাঘাত, রেগেই fire সবাই
আবার যদি চেঁচাস তবে করবো তোদের জবাই"
ফুলিয়ে ঝুঁটি মোরগ দু'টি বললে
"দাদা শেয়াল, রাত-দুপুরে বিকট সুরে তোমরা যে গাও খেয়াল
হুক্কাহুয়া গানের চোটে চমকে ওঠে পিলে
গান না, মিছেই কান্না শুধু, চেঁচাও সবাই মিলে"
বললে শেয়াল, "ঠুংরি খেয়াল বুঝবি তোরা কিরে?
একটু দাঁড়া হতচ্ছাড়া, মুণ্ডু নেবই ছিঁড়ে
খেয়াল গানের মর্ম জানিস? খেয়াল গানের রাজা
কোকড়-কোকড় চেঁচিয়ে মরিস, মূর্খ মোরগ, যা! যা!"
দুলিয়ে ঝুঁটি মোরগ দু'টি বললে
"দাদা শেয়াল, কোমড় বেঁধে কঁকিয়ে কেঁদে বলছো তাকেই 'খেয়াল'
হুক্কাহুয়া গানটা ভূয়া, তান টা কাঁদুনিক
কোঁকড়-কোঁকড় সুরটা বরং অনেক আধুনিক"
Поcмотреть все песни артиста
Other albums by the artist