Kishore Kumar Hits

Satinath Mukherjee - Horinamer Porinaam lyrics

Artist: Satinath Mukherjee

album: Charachori Garagodi


"আমার পাখি, আজব পাখি, করবে হরিনাম
দেখে যান গো বাবুমশাই, একশো টাকা দাম
এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল
বল তো পাখি, বল একবার, বলো হরিবোল"
সত্যি পাখি "বোল হরিবোল" বলেই দিল জোরে
বংশীবাবু একশো টাকায় নিলেন খাঁচা ধরে
বাড়ি ফিরে সব্বাইকে জড়ো করলেন ডেকে
জনা-পঞ্চাশ লোকের মাঝে বললেন জোরে হেঁকে
"এই যে পাখি দেখছো সবাই, মথুরা এর ধাম
এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম
এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল
বল তো পাখি, বল একবার, বলো হরিবোল"
পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে
বংশীবাবু রেগেমেগে বলেন তখন তাকে
"এত করে সাধছি তোকে, বাড়লো কি তোর দর?
দোহাই পাখি, বল হরিবোল, নইলে খাবি চড়"
বললে পাখি, "চুপ করে থাক, এখন আমি শুই
বোল হরিবোল বলব পরে, মরবি যখন তুই"

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists