Kishore Kumar Hits

Satinath Mukherjee - Angul Chosar Fasad lyrics

Artist: Satinath Mukherjee

album: Charachori Garagodi


Class one-এর ভোঁদার ছিল আঙ্গুল চোষার রোগ
তাই নিয়ে তার বাবা-মায়ের খুব হতো দুর্ভোগ
Homeopathy, allopathy, টোটকা-কবিরাজি
কোনোকিছুতেই হয়নি সুফল, রোগটা এমন পাজি
বাইরে-ঘরে সবসময়ে ভোঁদা দিন ও রাতে
চুষতো আঙ্গুল কখনও ডান, কখনও বা'হাতে
তিন মাস পর হটাৎ সেদিন ধর্মতলার মোড়ে
দেখা হতেই ভোঁদার বাবা হাতটা আমার ধরে
বললে, "দাদা, কোথায় ছিলেন আমাদেরকে ছেড়ে?
আমার ভোঁদার আঙ্গুল চোষার রোগ গিয়েছে সেরে"
"কেমন করে?" "বলছি, শুনুন
আমরা সবাই মিলে অনেক ভেবে pant-গুলো ওর করেই দিলাম ঢিলে
পরলেই pant কোমড় থেকে যেই না নেমে আসে
অমনিই ভোঁদা চেপে ধরে দুই হাতে দুই পাশে
ঐভাবেতেই ঘোরে, ফেরে, উঠে, নামে, ছোটে
ফলেই আঙ্গুল চোষার সুযোগ পায় না সে আর মোটে"

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists