Kishore Kumar Hits

Satinath Mukherjee - Gupta Khabar Supta Khabar lyrics

Artist: Satinath Mukherjee

album: Charachori Garagodi


দুর্যোধনের পিস্ শাশুড়ির মায়ের জায়ের ভায়ের
হস্তিনাপুর হাসপাতালে দোকান ছিল চায়ের
সেই দোকানে ভীমের ছিল সাতশো টাকা বাকি
ইতিহাসের এসব খবর আমরা কি কেউ রাখি?
জবর খবর, জবর খবর, বলছি শোনো আরও
গ্রীষ্মকালে ভীষ্মদাদুর শিষ্য হাজার ১২
দস্যিগুলো নস্যি টেনে লস্যি এনেই বাঁকে
মাখাতো রোজ বিশ্বজয়ী ভীষ্মদাদুর টাকে
রামায়ণেও একই ব্যাপার, মন্দোদরীর মামা
পরীক্ষাতে fail করলেই দিতেন মাঠে হামা
Pass করলেই চাপিয়ে গায়ে দেড়শো গরম জামা
আজব মামা বাজিয়ে ধামা গাইতো সা-রে-গা-মা
সে গান শুনেই দারুণ রেগে শূর্পণখার পিসি
রাত-দুপুরে হাত-পা ছুঁড়ে ভাঙত বোতল শিশি
রাত্রি শেষে দৌড়ে এসে সাতশো মুনি-ঋষি
হরেকরকম নাচ দেখাতেন, ঢং বিলিতি দিশি
ভাবছো এসব নিছক গুজব? তাতে কি যায় আসে!
এসব খবর মেলবে শুধুই আমার ইতিহাসে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists