রামচন্দ্র ১৪ বছর গেলেন চলেই বনে তবুও কেন বসলো না ভাই ভরত সিংহাসনে রামায়নে একটা কারণ লেখাও আছে বটে কিন্তু যেসব রটে, সেসব সত্যি কি আর ঘটে? চুপিচুপি বলছি শোনো আসলে কী কারণ কাউকে যেন বলো না কেউ, করছি আমি বারণ পাক্কা ২৫ বছর যাবৎ দিন রাত্তির খেটে হাজার দশেক বই-পত্তর প্রাচীন পুঁথি ঘেঁটে তবেই আসল খবরখানি পেলাম খুঁজে আমি ব্যাপার খুবই গুরুতর, খবরটা খুব দামি রামচন্দ্র যেই ভয়েতে পালিয়েছিলেন বনে সেই ভয়টাই বাঁধল বাসা ভরত ভায়ার মনে রামের চেয়ে ছোট হলেও ভরত কি আর হাঁদা? টের পেল সে কিসের ভয়ে পালিয়ে গেছেন দাদা হাজার অনুরোধেও যখন এলেন না রাম ফিরে কায়দা করে রামের খড়ম আনলো বয়ে শিরে সিংহাসনে বসিয়ে দিলো রামের পায়ের খড়ম নিজে তবু বসলো না, তাঁর বুদ্ধি ছিল চরম কারণটা কী? শুনবে নকি? ভরত কি আর বোকা? সিংহাসনে ভর্তি ছিল অসংখ্য ছারপোকা