শ্রাবণ মাসে রাবণ রাজার সর্দি হলো কী ভীষণ খবর পেয়ে দেখতে এলেন মাঘ মাসে ভাই বিভীষণ বললে, "রাবণ ঘরে গিয়েই কর পড়া সব revision নয় দরজার খিল দিয়ে tape, radio বা TV শোন" শ্রাবণ মাসে প্লাবন আসে, রাবণ কাশে ঘুংরি ভাই বিভীষণ তাই কি ভীষণ জুড়লো গজল ঠুংরি চেপেই হাসি হুপিং কাশি যেই হাসে বীর হনুমান অমনি সেথায় ঘটলো কি হায়, নাও করে সব অনুমান শ্রাবণ শেষে রাবণ হেসে যেই জোড়ে জোড় খেয়াল হটাৎই হায় হাজির সেথায় হাজার হাজার শেয়াল তারাও সাথেই মিলিয়ে গলা করলো যে হাল বেহাল গানের চোটে আগুন ছোটে, কাঁপতে থাকে দেয়াল পড়লো দেয়াল, মরলো শেয়াল, ধরলো রাবণ ভজন শুনেই কুকুর দৌড়ে এলো পাক্কা ২৫ ডজন প্রাণের ভয়ে ছুটলো সবাই সঙ্গী-সাথী, স্বজন যায়নি জানা গানের শেষে ছিলেন বেঁচে ক'জন