যদি দুর্গা আসেন ঘোড়ায়
শিব আর অসুর কুস্তি লড়েন monument-এর গোড়ায়
গনশা-কেতো গড়ের মাঠে গিয়েই ঘুড়ি ওড়ায়
যদি দুর্গা আসেন ঘোড়ায়
যদি দুর্গা আসেন দোলায়
হাওড়া bridge-এর মাথায় চড়ে অসুর muscle ফোলায়
নন্দী-ভৃঙ্গী ক্লান্ত শিবের ভুড়িতে হাত বোলায়
যদি দুর্গা আসেন দোলায়
যদি দুর্গা আসেন হেঁটে
লক্ষ্মী সুরো ঘুগনি কিনেই শালপাতা খায় চেটে
গনশা-কেতো যায় সিনেমায় লুকিয়ে টিকিট কেটে
যদি দুর্গা আসেন হেঁটে
যদি দুর্গা আসেন bus-এ
শিব আর অসুর ছাদে বসে মনের সুখেই হাসে
লক্ষ্মী সুরো বেড়ায় ঘুরে ভিক্টোরিয়ার পাশে
যদি দুর্গা আসেন bus-এ
যদি দুর্গা আসেন train-এ
নন্দী-ভৃঙ্গি হন কুপোকাত আঘাত পেয়েই brain-এ
গনশা-কেতো কোমর বেঁধে তোলেন টেনে crane-এ
যদি দুর্গা আসেন train-এ
যদি দুর্গা আসেন tram-এ
Traffic jam-এ আটকে সবাই দরদরদর ঘামে
শিব রেগে কয়, "চল, আর নয়, ফিরি কৈলাশধামে"
যদি দুর্গা আসেন tram-এ
Поcмотреть все песни артиста
Other albums by the artist