সরস্বতী চরলো হাঁসে, লক্ষ্মী চরলো পেঁচায়
আরে আরে অসুর কেন ষাঁড়ের মতো চেঁচায়?
কার্তিকেয়র ময়ূর ready, গণেশ দাদার चूहा
আরে অসুর কাঁদছে কেন, করছে কেন হু-হা?
দুর্গা দেবীর সিংহ আছে, শিবের আছে ষণ্ড
আরে অসুর রেগেই কি সব করবে লণ্ডভণ্ড?
শিব বললেন, "কি হয়েছে? বল না রে তুই বেটা!"
দুর্গা বলেন, "মুখে রা নেই, এক নম্বর ঠ্যাঁটা!"
বললে অসুর, "আমার কসুর নিও না সাতকাহন
তোমাদের সব একটা করেই আছে তো বেশ বাহন
আমার বেলায় লবডঙ্কা, দিচ্ছো আমায় ধোঁকা
আমারও চাই একটা বাহন, নইকো আমি বোকা"
শিব বললেন, "বল কাকে চাই? দিচ্ছি আমি বর"
বললে অসুর, "আমার বাহন হোক ডাইনোসর"
Поcмотреть все песни артиста
Other albums by the artist